মালদা

চার দেয়ালের মধ্যে চায় পে চর্চার আদলে বিজেপি প্রার্থীর ভোট প্রচার

 


রাজনীতির কচকচানি ছাড়াই প্রচার। কোনরকম রাজনৈতিক আলোচনা নয়, না কোন রাজনৈতিক ভাষণ! চার দেয়ালের মধ্যে ঠিক চায় পে চর্চার আদলে খাবার টেবিলে বসে অভিনব কায়দায় ভোট প্রচার করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

    চায় পে চর্চার আদলে খাবার টেবিলে বসেন বিজেপি প্রার্থী। দর্শক আসনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যুব সমাজ কোন রাজনৈতিক সভা মঞ্চে গিয়ে ভোট প্রচার শুনতে নারাজ। কিন্তু তাদের মধ্যে ভোটের সচেতনতা দরকার। কি পদ্ধতি অবলম্বন করলে যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই চিন্তা ভাবনা থেকেই দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর এমন ভাবনা।

 দক্ষিণ মালদা কেন্দ্রের মালদহ শহরের একাধিক রেস্টুরেন্টে এই ধরনের ছোট ছোট ইনডোর সভার আয়োজন করেছেন তিনি। রেস্টুরেন্টে খেতে আসা যুবক-যুবতীদের মধ্যে মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা সম্পর্কে বোঝানো হচ্ছে, সচেতন করা হচ্ছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিও দেখানো হচ্ছে যুবসমাজকে। এই ভাবেই অভিনব কায়দায় যুবসমাজের ভোট নিজের দখলে রাখতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা রুপা মিত্র চৌধুরী।